
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: স্ত্রী হওয়ার আগে শাহরুখ খানের সেই স্কুল জীবনের প্রেমিকা ছিলেন গৌরী। মাত্র ১৮ বছর বয়সে এই মেয়েটির প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করেছিলেন শাহরুখ। তখন থেকেই গৌরী ছিলেন তাঁর জীবনের একমাত্র ভালবাসা, যাঁর জন্য শাহরুখ কিছুতেই হার মানেননি। কিন্তু এই প্রেমটা মোটেই সহজ ছিল না। আলাদা ধর্ম, আলাদা পারিবারিক রীতিনীতি—সব কিছুই যেন বাধা হয়ে দাঁড়িয়েছিল তাঁদের মাঝে। বিশেষ করে গৌরীর পরিবারের আপত্তি ছিল তীব্র। আর সেই আপত্তির কেন্দ্রবিন্দুতে ছিলেন গৌরীর দাদা বিক্রান্ত ছব্বার।
এক পুরনো সাক্ষাৎকারে গৌরীর দাদা সম্পর্কে শাহরুখ বলেছিলেন, “ও নিজেকে স্কুলের বড় দাদা ভাবত। দেখা হলেই গুণ্ডাগিরি দেখাত। আমি ভদ্রভাবে মিশতাম। একবার সে বলল, ‘তুই জানিস কট্টা কী?’ আমি বললাম, না দাদা, আমি জানি না… যদিও আমি জানতাম!” গৌরীর ভাই বিক্রান্ত তখন শাহরুখকে বারবার হুমকি দিতেন— “তোর যদি গৌরীর দিকে নজর পড়ে, তো মেরে ফেলব!” এইসব হুমকিতে বিরক্ত হলেও শাহরুখ মুখে কিছু বলতেন না, কারণ হাজার হোক বিক্রান্ত যে গৌরীর দাদা।
শাহরুখ আরও বলেছিলেন, “যদি আমাকে গৌরী আর সিনেমার মধ্যে একটা বেছে নিতে বলা হয়, আমি বিনা দ্বিধায় সিনেমা ছেড়ে দেব।” যখন বলিউডে কোনও গডফাদার ছিল না তাঁর, তখন একমাত্র ভরসা ছিলেন গৌরী। যিনি বিশ্বাস করেছিলেন শাহরুখের স্বপ্নে, যিনি পাশে দাঁড়িয়েছিলেন প্রতিটি লড়াইয়ে।
প্রেমের পরীক্ষা জয় করে ১৯৯১ সালের ২৫ অক্টোবর, হিন্দু রীতিতে বিয়ে করেন শাহরুখ-গৌরী। আজ তাঁরা তিন সন্তানের গর্বিত বাবা-মা—আরিয়ান, সুহানা, আর আব্রাম। গৌরী এখন শুধু কোনও ‘স্টার ওয়াইফ’ নন, তিনি নিজেই একজন সফল ইন্টিরিয়র ডিজাইনার, প্রযোজক । আর শাহরুখ? তিনি আজও বলেন— “আমার জীবনটা শুরু হয় গৌরীর কাছ থেকে, আর শেষও সেখানেই।”
এই কাহিনি শুধু একটা প্রেমের গল্প নয়—এটা সাহস, ধৈর্য, লড়াই আর একটানা ভালোবাসার প্রতীক। শাহরুখ-গৌরী জানিয়ে দেন, সত্যিকারের প্রেমে বাধা থাকলেও হেরে যাওয়া নেই।
আচমকাই গুরুতর অসুস্থ ইমরান হাশমি, শুটিংয়ের মাঝে হাসপাতালে ভর্তি অভিনেতা, কী হয়েছে তাঁর?
আচমকা ‘কোন গোপনে মন ভেসেছে’ ছেড়ে বলিউডে পাড়ি মিশমির! বড়পর্দা না ওটিটি- কোথায় শুরু নতুন ইনিংস?
নদীর গল্প, অথচ সমাজের আয়না! আসছে ‘তোর্ষা একটি নদীর নাম’—ছোটদের চোখ দিয়ে বড়দের জাগরণ
প্রেম নাকি প্রতিশোধ? টাইগার-জাহ্নবী জুটির প্রথম ছবি ‘লগ যা গলে’র নেপথ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক গল্প!
‘স্পিরিট’ বিতর্কে দীপিকার পাশে তমন্না! একটি শব্দও খরচ না করে এই অসাধ্য সাধন কীভাবে করলেন ‘বাহুবলী’ নায়িকা?
প্রতীকের পথেই হাঁটলেন রত্নপ্রিয়া, কোন নায়কের সঙ্গে জুটি বেঁধে জি বাংলায় ফিরছেন অভিনেত্রী?
Exclusive: ‘যত দিন খিদে থাকবে, ততদিন মার্ক্স প্রাসঙ্গিক থাকবে’, ১৬ বছর পর মঞ্চে উঠেই সপাট সৃজিত!
'এত কৈফিয়ৎ কেন দেব?'-'হাউজফুল ৫'-এ পারিশ্রমিক নিয়ে প্রশ্ন ওঠায় রাগে ফুঁসে উঠে কী বললেন অক্ষয় কুমার?
সব জল্পনার অবসান ঘটিয়ে 'পাচক মশাই'-এর কাছে ফিরল 'কথা', এবার বাড়বে কি টিআরপি?
‘ছোটি বাচ্চি হ্যায় কেয়া?’ ‘হাউসফুল ৫’-এ টাইগারের মিম সংলাপে জ্যাকির ছক্কা! দেখেশুনে কী বলল নেটপাড়া?
‘হেরা ফেরি ৩’ চিত্রনাট্য-ই হাতে পাননি পরেশ রাওয়াল? অক্ষয়ের উদ্দেশ্যে ‘বাবু ভাইয়া’র আইনজীবীদের পাল্টা কী কী অভিযোগ?
৭৫ বছর বয়সেও জিমে 'হার্ডকোর' রাকেশ রোশন! বাবার কীর্তি দেখে এ কী বলে বসলেন হৃতিক?
রণবীর-দীপিকা বিয়ে করুক চাইতেন শ্যাম্মি কাপুর! কেন ‘পিকু’কে কাপুর-ঘরণী করতে চাইতেন তিনি?
'ও তো খুব দুষ্টু..'-তাব্বুকে চুমু খেতে গিয়ে কী অবস্থা হয়েছিল ঈশান খট্টরের? লজ্জা ভুলে কী বললেন অভিনেতা?
মিঠি নদীর সাফাই কেলেঙ্কারি! কোটি কোটি টাকার দুর্নীতিতে পুলিশি তদন্তে উঠল দিনো মোরিয়ার নাম!